নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার কীর্ত্তনখোলা বাজারে গজারিয়া ইউনিয়ন কৃষকদল এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে গজারিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. সামাদ মিয়ার সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার, উপজেলা কৃষকদলের সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রুপম খান, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, আব্দুর রউফ, সালাউদ্দিন, হাফিজ উদ্দিন, আব্দুস সামাদ, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সোহেল রানাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।