নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা দুই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত নন।
মঙ্গলবার সকালে সখীপুর উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহিনুর আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বুধবার (৪ এপ্রিল) কোয়ারেন্টাইনে থাকা ওই দুই ব্যক্তির নমুনা আইইডিসিআরে পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য পাঠানো হয়। ওই পরীক্ষার রিপোর্ট আজ মঙ্গলবার সকালে আমাদের হাতে আসে। সে ওই দুই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত নন বলে জানানো হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, ‘জ্বর বমি ও পাতলা পায়খানা হলেই যে করোনাভাইরাসে আক্রান্ত এটা নিশ্চিত নয়।