নিজস্ব প্রতিবেদক: সখীপুর পৌরসভার কো-কম্পোস্ট প্ল্যন্ট পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয় মো. আবুল কালাম আজাদ। শনিবার সন্ধ্যায় সখীপুর পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের আহবানে তিনি কো-কম্পোস্ট প্ল্যান্ট পরিদর্শনে আসেন। এসময় উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান, পরিদর্শক তদন্ত লুৎফুল কবির, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সম্পাদক এনামুল হক, ভাইস চেয়ারম্যান মফিউল ইসলাম (কাজী বাদল) এবং ওয়াটার এইড বাসা ওয়াশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আবুল কালাম আজাদ কো-কম্পোস্ট প্ল্যান্ট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
-এসবি/শাকিল আনোয়ার