নিজস্ব প্রতিবেদক: সখীপুরে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালিয়ান পাড়া গুড নেইবারস বাংলাদেশ সখীপুর শাখা এ উৎসবের আয়োজন করে। গণিত উৎসবে উপজেলার ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১২০ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে গুড নেইবারস সখীপুর শাখার সিনিয়র এডমিন অফিসার মফিজুর রহমান সভাপতিত্ব করেন। এসময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার শামীম আল মাসুদ রানা, গুড নেইবারস সখীপুর সিডিপির শিক্ষা অফিসার মো. জাকির হোসেন, এশিয়ান টিভির প্রতিনিধি এম. সাইফুল ইসলাম শাফলু, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশের খবরের প্রতিনিধি সাইফুল ইসলাম সানি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসবি/সানি