নিজস্ব প্রতিবেদক, ৩০ জানুয়ারি : সখীপুরে ক্ষুব্ধ এক যুবকের কিল ঘুষি ও লাথির আঘাতে আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে নিজের পাওনা টাকা চাইতে গেলে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবদুল বারেকের ছেলে ক্ষুব্ধ শেখ জাহাঙ্গীরের হামলার স্বীকার হন ওই বৃদ্ধ। পরে ওই বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবুল হোসেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ময়থাচালা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় থানায় মামলার হয়েছে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃদ্ধ আবুল হোসেন প্রায় চারমাস ধরে শেখ জাহাঙ্গীরের কাছে সিমেন্টের খুঁটি বিক্রির ১০ হাজার টাকা পাওনা ছিল। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই টাকা চাইতে গেলে শেখ জাহাঙ্গীর উত্তেজিত হয়ে উঠে। দু’জনের কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত জাহাঙ্গীর বৃদ্ধকে কিল-ঘুষি ও লাথি মারে। বৃদ্ধ মাটিতে লুটিয়ে পড়লে জাহাঙ্গীর পালিয়ে যায়। স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরী বিভাগের চিকিৎসক রাজিয়া সুলতানা সখীপুর বার্তাকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহতের ছেলে সামছুল আলম বলেন, নিজের পাওনা টাকা চাইতে গিয়ে আমার বাবাকে জীবন দিতে হল। এর বিচার না হলে মানুষ মানুষকে সহযোগিতা করা ভুলে যাবে। আমি বাবার হত্যাকারীর উপযুক্ত বিচার চাই।
মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান বলেন, ‘নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্তের জন্যে লাশ টাঙ্গাইল পাঠানো হয়েছে। অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’