সাইফুল ইসলাম সানি: সখীপুরে ১০ টাকা কেজি মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির ১২ বস্তা চাল উদ্ধার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের চতলবাইদ ভাতকুড়াচালা গ্রামের দুইটি বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়। এসময় ভাতকুড়া বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এসএম ইব্রাহীম এলাকা ছেড়ে পালিয়ে যায়। সে উপজেলা আওয়ামী লীগের সদস্য। তবে ইব্রাহীমের সহযোগী হাসান মিয়া (২৭) ও ঠান্ডু মিয়াকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। হাসান ভাতকুড়া গ্রামের দারোগ আলীর ছেলে ও ঠাণ্ডু একই গ্রামের ইসমাইল মিয়ার ছেলে। তারা টাঙ্গাইল ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় টাঙ্গাইল ডিবি পুলিশের এসআই কোমল সরকার বাদী হয়ে ৩ জনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেছেন।
টাঙ্গাইল ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। খাদ্যবান্ধব কর্মসূচির সংশ্লিষ্ট ওই ডিলারকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।
–এসবি/সানি