নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ২৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে খাদ্য বিভাগের কর্মকর্তারা উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের কাশেম বাজার এলাকার বিল্লাল হোসেনের দোকান থেকে ওই চালের বস্তাগুলো উদ্ধার করে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা সঙ্গে ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আশরাফুল আলম ফাহিম বলেন, ‘একজন ব্যক্তি ১০টাকা কেজি দরের ৩০ কেজি বস্তার খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনে দোকানে মজুত করে রাখে। পরে গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৬ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় বিল্লাল হোসেন ও ফজলুর রহমান ফাইজুর নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ব্যবসায়ী বিল্লাল হোসেন এবং ওই এলাকার খাদ্য বান্ধব কর্মসূচির চালের ডিলার ফজলুর রহমান ফাইজুরকে আসামি করে মামলা করা হয়েছে।
তবে থানা হাজতে আটক বিল্লাল হোসেন বলেন, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। মহিলাদের কাছ থেকে প্রতি বস্তা চাউল ৮০০টাকা দরে কিনে রেখেছিলাম। আমি অবৈধ কোনো পন্থায় এসব চাল সংগ্রহ করি নাই।