সখীপুর প্রতিনিধি: সখীপুরে শত্রুতার জেরধরে শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুবপুর গ্রামের কৃষক আনিসুর রহমানের বাগানে এ ঘটনা ঘটে। এতে ওই কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
জানা যায়, কুতুবপুর গ্রামের ওমর আলী মাস্টারের ৫একর জমি দুই বছর মেয়াদে ভাড়া নিয়ে ঘাটাইল উপজেলার জোড়দিঘী ফুলমালির চালা গ্রামের আনিসুর রহমান ৬ হাজার অমৃত সাগর জাতের কলা গাছের চারা লাগান। আর মাত্র কয়েকদিন পরই ওইসব কলাগাছে কলার ছড়ি ধরবে (ফলন হবে)। শুক্রবার রাতে কে বা কারা ওই বাগানের শতাধিক কলাগাছ কেটে ফেলে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরধরে তার চিহ্নিত শত্রুরা এ কাজ করেছে।
কলাবাগানের মালিক আনিসুর রহমান কান্না জড়িত কণ্ঠে বলেন- ধারদেনা করে অন্যের জমি লীজ নিয়ে কলার বাগান করেছি। আমার প্রকাশ্য শত্রুরা মিলেমিশে রাতের আধারে আমার কলাগাছগুলো কেটে ফেলেছে।