নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে গীতিকার, কবি, কন্ঠশিল্পী, আবৃত্তিশিল্পী ও নাট্যশিল্পীদের নিয়ে “গীতিকবি-শিল্পী সংসদ” নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। পরে ওই সঙগঠনের কমিটি গঠন করা হয়। সোমবার বিকেলের জলসা প্রাঙ্গণে ইফতার মাহফিল শেষে এ সংসদের সভাপতি হিসেবে এমএ হাশেম, সাধারণ সম্পাদক হিসেবে মোজাম্মেল হক সজলের নাম ঘোষণা করা হয়। জাতীয় ব্যক্তিত্ব, চর্যাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ এ সংসদের আত্মপ্রকাশ ও কমিটির নাম ঘোষণা করেন । এ ছাড়া সহ সম্পাদক রাখাল রফিক, সাংগঠনিক সম্পাদক আলীম মাহমুদ জুনিয়র, শরীফুল ইসলাম হান্নান, হুমায়ূন হিমু, অর্থ সম্পাদক লুৎফর রহমান, অনুষ্ঠান সম্পাদক হারুন মাহমুদ, সহ অনুষ্ঠান সম্পাদক লালন সিদ্দিকী ও আতিকুর রহমান তাহের, প্রচার ও যোগাযোগ সম্পাদক সিরাজুস সালেকীন, অনুষ্ঠান অনলাইন সম্পাদক বজলুর রহমান খোকন, সহযোগী অনলাইন সম্পাদক আল-আমিনের নাম ঘোষনা করা হয়। এর আগে অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, মহিলা কবি অধ্যাপক মোসলিমা খাতুন, অধ্যক্ষ রহিজ উদ্দিন, নাট্যজন আলী হাসান, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সখীপুর বার্তা’র সম্পাদক শাকিল আনোয়ার, আবৃত্তিশিল্পী প্রভাষক বাবুল আকতার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, কবি ডা. হাবিবুর রহমান, কন্ঠশিল্পী রুবেল রহমান, গীতিকবি ময়নুল কারিগর, কবি ইমরুল কায়েস, কবি শাহআলম সানি, কন্ঠশিল্পী জুয়েল রাজ, কবি শাহাদাৎ হোসেন প্রমুখ বক্তব্য দেন।