নিজস্ব প্রতিবেদক: সখীপুরে তিন সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- সাজাপ্রাপ্ত আসামি হাতিবান্ধা গ্রামের আবদুস সালামের ছেলে আনোয়ার হোসেন একই গ্রামের জয়েন উদ্দিনের ছেলে আহাদ আলী এবং পারিবারিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি কালিয়ান গ্রামের কছর উদ্দিনের ছেলে নজরুল ইসলাম। অপর দিকে একই রাতে জিআর মামলায় পরোয়ানাভুক্ত হারিঙ্গাচালা গ্রামের গনেষ চন্দ্র কোচের ছেলে ধীনেশ চন্দ্র কোচ, গড়গোবিন্দপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম টয়নিক, কচুয়া হাজির বাজার চৌরাস্তা এলাকার সোহরাব আলীর ছেলে সোহেল রানা এবং মোচারিয়া পাথার গ্রামের কলিম উদ্দিনের ছেলে আবদুর রহমানকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।