
সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলার বিভিন্ন গ্রামের ২০ প্রতিবন্ধীকে চাকরী দেওয়া হয়েছে। সিআরপি মিরপুর শাখা ও উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সহযোগিতায় ক্যাটাগরি ও যোগ্যতা অনুসারে বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে তাদের চাকরীর ব্যবস্থা করা হয়। সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে চাকরী প্রাপ্তদের যোগদানপত্র প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী, ভাইস চেয়ারম্যান মু. ছবুর রেজা, সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন হায়দার, সিআরপি মিরপুর শাখার কো-অর্ডিনেটর খায়রুল বাশার, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি সুমন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।