নিজস্ব প্রতিবেদক: সখীপুর থানা পুলিশ পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। শনিবার বিকেলে পৌরসভার ৮নং ওয়ার্ডের জেলখানামোড় এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সখীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের মৃত: অাব্দুল হামিদের ছেলে মো. দেলোয়ার(৩৫), ৮নং ওয়ার্ডের হাসমত শিকদারের ছেলে আবদুল হাকিম (৪০), মুক্তাগাছা উপজেলার সোহরাব অালির ছেলে সেলিম মিয়া(২৮), ঘাটাইলের তালতলা গ্রামের মৃত: জাফর অালির ছেলে জব্বার মিয়া(৪৫) ও মধুপুর উপজেলার বেকারকোনা গ্রামের মৃত: হামিদের ছেলে লাভলু মিয়া(৩০)। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ও তাস উদ্ধার করা হয়েছে। থানায় মামলা হয়েছে।
প্রসঙ্গত: দেলোয়ারের নেতৃত্বে দীর্ঘদীন ধরে বিভিন্ন সময় উপজেলার বিভিন্ন এলাকায় জুয়াখেলা চলার অভিযোগ রয়েছে।