নিজস্ব প্রতিবেদক: সখীপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজন করা হয়। উপজেলা ও পৌর ছাত্রদল যৌথভাবে ডাকবাংলো চত্বরে রবিবার সকালে আলোচনা সভার আয়োজন করে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একাব্বর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মনিরুজ্জামান মনির, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদুল ইসলাম অন্তর, কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানজিম ইসলাম রাসেল, রাসেল আহমেদ, আল-আমিন সিকদার প্রমুখ বক্তব্য দেন। এর আগে সকালে ডাকবাংলো চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
