
ইসমাইল হোসেনঃ
সখীপুর উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়ায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতার অংশ নিয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় মুখতার ফোয়ারা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফ সরকার, নব-নির্বাচিত সভাপতি মির্জা শরীফ, সহ-সভাপতি আবদুর রউফ, সাধারণ সম্পাদক রাসেল আল মামুন প্রমুখ বক্তব্য দেন।
