সখীপুর প্রতিনিধি: আগামী নির্বাচনে যদি সঠিক ভোট হয় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না। আর ভোট না হলে আওয়ামী লীগ ক্ষমতায় গেলেও মরবে। অন্যদিকে নির্বাচনে বিএনপি জিতলে ওই রাতেই কয়েক লাখ মানুষ খুন হবে। হাসিনা-খালেদা কিছুই করতে পারবে না। গতকাল বুধবার বিকেলে সখীপুরে একটি জনসভায় কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রধান অতিথির ভাষণে আগামী জাতীয় নির্বাচন নিয়ে এ কথাগুলো বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ কিছু ভাল কাজও করেছে, তারমধ্যে একটা হচ্ছে পদ্মা সেতু। কিন্তু ওই সেতুর তিন ভাগের দুই ভাগ টাকা আওয়ামী লীগ পকেটে তুলেছে। জোড়াতালি দিয়ে পদ্মা সেতু নির্মাণের বিষয়ে খালেদা জিয়ার করা মন্তব্যের সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, বড় ধরনের ভূমিকম্প হলেও পদ্মা সেতু ভাঙবে না।
উপজেলার দিঘীরচালা বাজারে কাকড়াজান ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন ওই ইউনিয়নের দলীয় সভাপতি মো. দেলোয়ার হোসেন। এছাড়াও জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক, যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, কেন্দ্রীয় নেতা আবদুল হালিম সরকার, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা কমিটির সভাপতি আতোয়ার রহমান, সাধারণ সম্পাদক জুলফিকার শামীম, আশিক জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য রাখেন।