28 C
Dhaka
Sunday, October 6, 2024

ভারতে মহানবীকে নিয়ে কটূক্তিকারী পুরোহিত আটক

নিজস্ব প্রতিবেদক: ইসলাম ও মহানবী হযরত মোহাম্মদ...

সখীপুরে শিক্ষক দিবসে শিক্ষক লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে মাদ্রাসা ছাত্রীকে বেত্রাঘাত...

শেখ মুজিবের ছবি টাকায় থাকবে না

নিজস্ব প্রতিবেদক: ২০, ১০০, ৫০০ ও ১...

সখীপুরে জমি নিয়ে বিরোধে গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন গ্রেফতার ১

সখীপুরসখীপুরে জমি নিয়ে বিরোধে গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় মারধর করার অভিযোগ উঠেছে। উপজেলার কাকড়াজান ইউনিয়নের ভুয়াইদ মাজার পাড় এলাকার নজরুল ইসলামের স্ত্রী জয়নবের (৪৫) ওপর পাশবিক এ নির্যাতন চালানো হয়। এ ঘটনায় নজরুল ইসলাম বাদি হয়ে সখীপুর থানায় মামলা করেছেন। মামলায় শুক্রবার রাতে প্রধান আসামি ফজলু মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। জানা যায়, নজরুল ইসলামের ভাইদের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিলো। এর ধারাবাহিকতায় গত ৫/৫/২২ বৃহস্পতিবার সকালে ফজলু মিয়া, মজনু মিয়া, রফিকুল ইসলাম, মজনু মিয়ার ছেলে স্বপন, জাকারিয়া, ফিরোজা বেগম, জেসমিন, জুয়েল ও সোহাগ জোর পূর্বক নজরুলের জমি দখলের চেষ্টা করে। এতে নজরুলের স্ত্রী জয়নব প্রতিবাদ করতে গেলে দেশীয় অস্ত্র দিয়ে তাকে বেধড়ক মারধর করে। পরে তাকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গৃহবধূ জয়নব বলেন, জায়গা-জমি নিয়ে ওদের সঙ্গে বিরোধ চলছিল। জোর করে ওরা জমি দখলের চেষ্টা করে। এতে বাঁধা দিলে মজনু মিয়া তার বাহিনী নিয়ে আমার উপর অতর্কিত হামলা করে। ওরা সবাই মিলে আমাকে অর্ধ বিবস্র করে মাটিতে ফেলে বেধড়ক পিটয়েছে। এতে আমার মাথা ফেটে যায় এবং একটি পা ভেঙে গেছে। আমি এ হামলার বিচার চাই।

জয়নবের স্বামী নজরুল ইসলাম বলেন, অনেক দিন ধরে আপন ভাইদের সাথে আমার জমি নিয়ে বিরোধ চলছিলো। ঘটনার দিন আমি বাড়িতে ছিলাম না। এই সুযোগে ওরা আমার জমি দখলের চেষ্টা করে। এতে আমার স্ত্রী বাঁধা দিলে তাকে ব্যাপক মারধর করে।
পরে ওরা আমার মায়ের থাকার ঘরটি ভাংচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় মামলা করায় আমাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আমি এখন নিরাপত্তাহীনতায় রয়েছি।
নজরুলের বয়স্ক মা কোকিলা বেগম বলেন, নজরুল ছাড়া কোন ছেলেই আমার খোঁজ নেয় না। গর্ভের সন্তান হয়েও ওরা আমার থাকার ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমি মা হয়ে ছেলেদের বিচার চাই।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles