ইসমাইল হোসেনঃ


“দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি” এই প্রতিপাদ্য নিয়ে সখীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।রোববার সকালে উপজেলার প্রসাশন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা, ভূমিকম্প ও অগ্নিকান্ডে সচেতনা বিষয়ক মহড়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরুজা আক্তার, ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহিদুল ইসলাম, ইউ.সি.সি চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।