- নিজস্ব প্রতিবেদক: ‘সোনালী আঁশের সোনার দেশ পাট পণ্যের বাংলাদেশ’ শ্লোগানে টাঙ্গাইলের সখীপুরে পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা ইউএনও এসএম রফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার, ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভিন মিনা, মুহাম্মদ সবুর রেজা, মফিজুল ইসলাম, আনোয়ার হোসেন, আব্দুস ছোবহানসহ প্রমূখ উপস্থিত ছিলেন।