
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন (মাদরাসা শিক্ষক সমিতি) সখীপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। গত ১৩ মে সাধারণ সভার সর্বসম্মত সিদ্ধান্তক্রমে সখীপুর থানা সদর দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. সাইফুল ইসলামকে সভাপতি ও কাহারতা ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোশারফ হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। ওই সভায় বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন সখীপুর শাখার সাবেক সভাপতি মো. রুহুল আমীন সভাপতিত্ব করেন। এছাড়া সহ-সভাপতি পদে মো. হাবিবুর রহমান, মো. শহিদুল ইসলাম ও মো. হোসাইন আলী। যুগ্ম-সম্পাদক পদে মো. আবদুল লতিফ মিঞা, মো. তোফাজ্জল হোসেন ও মো. বুলবুল হায়দার। সহ-সাধারণ সম্পাদক পদে আলাউদ্দিন, মো. মফিজ উদ্দিন ও মো. শামছুল আলমকে সভার সর্বসম্মতি ক্রমে নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মো. আবদুস ছুবুর (সাংগঠনিক সম্পাদক), মাজেদুর রহমান (সহ-সাংগঠনিক সম্পাদক), মো. তোফায়েল আহমেদ (প্রচার সম্পাদক), সুলতান আহমেদ (প্রচার সম্পাদক), শরফুদ্দিন (সহ-প্রচার সম্পাদক), মো. সিরাজুল ইসলাম (দপ্তর সম্পাদক), মো. খলিলুর রহমান (কোষাধ্যক্ষ), মো. হাবিবুর রহমান ( ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক), মো. ইব্রাহীম খলীলুল্লাহ ও মোহাম্মদ কামরুজ্জামান (শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক), আশরাফুল ইসলাম (শিক্ষক কর্মচারী কল্যাণ সম্পাদক), আহসান হাবিব (ছাত্র বিষয়ক সম্পাদক), শাহ আলম শিকদার (তথ্য ও গবেষণা সম্পাদক), মোহাম্মদ ইব্রাহীম খন্দকার, মো. ইউসুফ আলী ও মো. আমির হোসেন (হিসাব নিরীক্ষক বিষয়ক সম্পাদক)। এছাড়াও উপজেলার বিভিন্ন মাদরাসার আরো ১০ শিক্ষককে কমিটির কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।
নতুন কমিটির সভাপতি মাওলানা মো. সাইফুল ইসলাম বলেন, সুন্দর ও সুষ্ঠুভাবে কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। কমিটিতে স্থান পাওয়া শিক্ষকরা খুবই উজ্জিবিত। তবে একটি মহল এ নিয়ে বিতর্ক ছড়ানোর চেষ্টা করছেন; যা কোনোভাবেই ঠিক নয়।
এসবি/ এস