
ইসমাইল হোসেন:
বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম ও
টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সদস্য আবদুল মালেকের’ ১ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার এ দিবস উপলক্ষে সখীপুর উপজেলার “তালিমঘরে” স্থানীয় আওয়ামী লীগ, সুুুধীজন ও পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত,পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, স্মরণসভা ও গণভোজের আয়োজন করা হয়।
এ সময় স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম, গোপালপুর -ভূয়াপুর আসনের এমপি তানভির হাসান ছোট মনি, টাঙ্গাইলের পৌরমেয়র জামিলুর রহমান মিরন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজি শহিদ, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজি অলিদ, পৌর মেয়র আবু হানিফ আজাদ, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক এনামুল হকসহ মুক্তিযোদ্ধা, সূধিজন, রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।