নিজস্ব প্রতিবেদক: সখীপুরে জেলা প্রশাসক আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা শুরু হয়। সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন পাটওয়ারী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সরকারি মুজিব কলেজের প্রভাষক দেলদুয়ার শিকদার, সমাজসেবা কর্মকর্তা মো. মনসুর আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশীদ, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, ইউসিসিএ লি. এর চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় উপজেলার ১২ মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়।