নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া সে স্কুল শিক্ষকের করোনায় আক্রান্ত নন।
শুক্রবার সন্ধ্যায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহিনুর আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বুধবার (৮ এপ্রিল) ওই স্কুল শিক্ষক জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যায়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইসিডিআরে পাঠানো হয়। ওই পরীক্ষার ফলাফল শুক্রবার সন্ধ্যায় আমাদের হাতে আসে। পরে আমরা জানতে পারি সে করোনাভাইরাসে আক্রান্ত নন।
প্রসঙ্গতঃ গত বুধবার রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিঘীরচালা গ্রামের নিজ বাড়িতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে স্কুল শিক্ষক শামসুল হক (৫৩) মারা যান। শামছুল হক বড় হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।