27.7 C
Dhaka
Saturday, April 19, 2025

সখীপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৫লাখ টাকা অর্থ সহায়ত

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের...

সখীপুরে ধানক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশের ধান...

সখীপুরে সমাপনীতেই ঝরে পড়ল ১৭৬ শিক্ষার্থী

বাংলাদেশশিক্ষাসখীপুরে সমাপনীতেই ঝরে পড়ল ১৭৬ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে সমাপনী ও এবতেদায়ী পরীক্ষায় ৫ হাজার ৯৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৬ জন ঝরে পড়েছে। এর মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ১১৩ জন এবং এবতেদায়ী পরীক্ষায় ৬৩ জন শিক্ষার্থী ঝরে পড়ে। দারিদ্রতা, অভিভাবকদের অসচেতনতা ও অন্য উপজেলায় চলে যাওয়ায় এসব শিক্ষার্থী ঝরে পড়েছে বলে জানা গেছে।

জানা যায়, উপজেলার ১৫টি কেন্দ্রে সমাপনী পরীক্ষায় ৫ হাজার ২৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫০৯ জন ছাত্র এবং ২ হাজার ৭২৪ জন ছাত্রী অংশ নেয়। রোববারের ইংরেজি পরীক্ষায় ১১৩ জন অনুপস্থিত ছিল। এদের মধ্যে ৭১ জন ছাত্র ও ৪২ জন ছাত্রী। অন্যদিকে এবতেদায়ী পরীক্ষায় ১৫টি কেন্দ্রে ৭০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২১ জন ছাত্র এবং ২৮১ জন ছাত্রী অংশ নেয়।

ইংরেজি পরীক্ষায় ৬৩ জন অনুপস্থিত ছিল। এদের মধ্যে ৫১ জন ছাত্র এবং ১২ জন ছাত্রী। কয়েকজন প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, ঝরে যাওয়া শিক্ষার্থীরা যথারীতি ফরম পূরণ করার পর তাদের নামে প্রবেশপত্রও আসে। কিন্তু তারা পরীক্ষায় অংশ নেয়নি। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাজী নূরুল ইসলাম বলেন, পরীক্ষায় অনুপস্থিতির বিষয়টি উদ্বেগজনক। আগামীতে যাতে অনুপস্থিতির হার কমিয়ে আনতে সবাইকে এগিয়ে আসতে হবে। উপজেলা শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস বলেন, দারিদ্রতা, অভিভাবকদের অসচেতনতা ও অন্য উপজেলায় চলে যাওয়ার কারণে শিক্ষার্থীরা ঝরে পড়েছে। আগামীতে অনুপস্থিতির হার শূন্যের কোঠায় আনতে চেষ্টা অব্যাহত থাকবে।

-এসবি/শাকিল/সানি

Check out our other content

Check out other tags:

Most Popular Articles