সখীপুর প্রতিনিধি: সখীপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্গনের অভিযোগে এক চেয়ারম্যান ও দুই সাধারণ সদস্য প্রার্থীকে ৭ সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃস্পতিবার দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা এ জরিমানা করেন।
আদালত সূত্রে জানা যায়, গজারিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মফিজুল ইসলামকে (আনারস মার্কা) দেয়ালে পোস্টার লাগানোর অভিযোগে ১ হাজার টাকা, ৮নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী ওয়াসিম মিয়াকে (তালা) একই অভিযোগে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অপর দিকে দাড়িয়াপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী আবদুল আজিজকে (বল) গরু জবাই করে ভোটারদের দাওয়াত খাওয়ানো অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্গনের অভিযোগ তিন প্রার্থীকে জরিমানা করা হয়েছে।