নিজস্ব প্রতিবেদক: সখীপুরে হতদরিদ্র নারী-পুরুষদের মধ্যে সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ‘সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রম’-এর আওতায় স্থানীয় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ ঋণ বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, সমাজের দারিদ্র নারী-পুরুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে সরকারের গৃহিত কর্মসূচিতে উপজেলার ইছাদিঘী আতিয়া পাড়া গ্রামের ১৬ জন, চতলবাইদ গ্রামের ১৪ জন, প্রতিমা বংকী গ্রামের ১২ জন এবং কালিয়া ও বহেড়াতৈল গ্রামের ২ জন করে মোট ৪৬ জন হতদরিদ্র নারী-পুরুষদের মধ্যে ৮ লাখ ৩১ হাজার পাঁচশত টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছবুর রেজা, সমাজসেবা কর্মকর্তা ফরহাদ হোসেন ভূইয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।