নিজস্ব প্রতিবেদক: সখীপুরে করোনাভাইরাস মোকাবেলায় স্টুডেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ(সাস) দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। মঙ্গলবার উপজেলার কয়েকটি ইউনিয়ন ও পৌর সভার ২০০ দরিদ্র মানুষের বাড়িতে এই খাদ্য সামগ্রী পৌঁছে দ্য়ো হয়। বিতরণ কাজে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ ইউনুস আলীম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাফিজুল ওয়ারেছ, সাবেক সাধারণ সম্পাদক আশরাফ মাহমুদ, সভাপতি শাহাদত সাধারণ সম্পাদক জেসমিন জেরিন, বুলবুল, হৃদয় কামুল হাসান, মোজাম্মেল হক অংশ নেন। সৈয়দ ইউনুস আলীম বলেন, মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করছি।