নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস প্রতিরোধে দরিদ্র ও অসহায় ৪৫০টি পরিবারে ত্রাণ সহায়তা দিয়েছে মরহুম আবদুল মালেক মিঞা স্মৃতি ফাউন্ডেশন। শুক্রবার সখীপুর উপজেলার হাতীবন্ধা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৫০টি করে দরিদ্র পরিবারকে এ সহায়তা দেওয়া হয়। বিশিষ্ট কিডনি চিকিৎসক আবদুস সামাদ, মো. আওলাদ হোসেন সুমন, সিনিয়র সহকারী সচিব আমিন শরীফ সুপন, হাতীবান্ধা ইউন্নি আ.লীগের সভাপতি নরেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক শাজাহান খান রবিন প্রমুখ এই বিতরণ কাজে অংশ নেন। আমিন শরীফ সুপন বলেন, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্ববোধ থেকে আমার বাবার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতে আরো মানবিক কাজ হবে এই প্রতিষ্ঠান থেকে। এসময় প্রত্যেক পরিবারকে ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু ১ কেজি পেঁয়াজ, আধা কেজি লবণ, আধা লিটার সয়াবিন তৈল, ১ প্যাকেট আটা ও একটি সাবান দেওয়া হয় বলে জানান ফাউন্ডেশনের কর্মকর্তা শাহজালাল।