27 C
Dhaka
Sunday, November 23, 2025

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরে দলীয় মনোনয়ন পেতে মেয়র প্রার্থী জাহাঙ্গীর তারেকের মোটরসাইকেল শোভাযাত্রা

সখীপুরসখীপুরে দলীয় মনোনয়ন পেতে মেয়র প্রার্থী জাহাঙ্গীর তারেকের মোটরসাইকেল শোভাযাত্রা

ইসমাইল হোসেনঃ নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও প্রচারণায় ব্যস্ত সখীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা। দলীয় মনোনয়ন পেতে তৎপরতা শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরাও। আগামি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর তারেকের পক্ষে তাঁর সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করে।
রোববার সকালে শোভাযাত্রাটি সরকারি মুজিব কলেজ মাঠ থেকে বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে।
পরে মুখতার ফোয়ারা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সমর্থকদের উদ্দ্যেশে তিনি বক্তব্য দেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি। পৌরবাসীর কল্যাণে নিজেকে সব সময় বিলিয়ে দিয়েছি। আমি উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম। আসন্ন পৌরসভা নির্বাচনে মনোনয়ন পেতে কাজ করে যাচ্ছি। দল মনোনয়ন দিলে অবশ্যই বিজয়ী হবো। পৌরবাসীর খেদমতে নিজেকে উৎসর্গ করবো।

জানা যায়, পৌর সভা নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছেন দলের নীতি নির্ধারকদের দ্বারে দ্বারে। সম্ভাব্য মেয়র প্রার্থী একাধিক থাকলেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ তৃণমুলে মানুষের মাঝে ব্যাপক আলোচনা এবং জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন জাহাঙ্গীর তারেক।

সম্ভাব্য মেয়র প্রার্থী জাহাঙ্গীর তারেকের সমর্থকরা পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানে সমর্থন জানিয়ে টানিয়েছেন ব্যানার ও ফেস্টুন। দেওয়ালে দেওয়ালে শোভা পাচ্ছে পোস্টার। সম্ভাব্য মেয়র প্রার্থীদের পক্ষে শতশত ব্যানার ফেস্টুনের মাঝে মাঝে সবচেয়ে বেশি সংখ্যক সমর্থকরা জাহাঙ্গীর তারেককে পৌরসভার মেয়র পদে দেখতে চেয়েছেন। আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের সর্বাধিক সংখ্যক নেতা-কর্মী সমর্থকরা সাবেক এই ছাত্রনেতাকে দলীয় মনোনয়ন প্রদানের আহ্বান জানান।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles