
নিজস্ব প্রতিবেদক: সখীপুরে দারুল আতফাল মডেল মাদরাসার শুভ উদ্ভোধন করা হয়েছে। গত শুক্রবার দুপুর ১২টার সময় পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের সৌখিন মোড় এলাকায় মাদরাসাটির শুভ উদ্ভোধন করা হয়। উদ্ভোধন অনুষ্ঠানে মাদরাসার চেয়ারম্যান আবদুন্ নূর বিন-কাশেম এর সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান আলোচক ছিলেন সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর সাবেক চেয়ারম্যান প্রফেসর মুহম্মদ শামসুল হক, এ সময় বোয়ালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, ইছাদীঘি দাখিল মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ আলী আল আজাদ, সরকারি মুজিব কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার শিকদার, সখীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র বিল্লাল সিকদার, ৮নম্বর ওয়ার্ডের কমিশনার শহীদুল ইসলাম সহিদ প্রমুখ বক্তব্য দেন। আদর্শ শিশু কাননের অধ্যক্ষ কেবিএম রুহুল আমীন অনুষ্ঠান সঞ্চালনা করেন।