সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
সখীপুরে গজারিয়া ও দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার রাতে ওই দু’টি ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় ভোটার ও প্রার্থীদের আনন্দের জোয়ার বইছে। প্রার্থীদেরকে বিভিন্ন বাজারে গিয়ে ভোটার সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গেছে।
সখীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, আগামী ২০ মার্চ মনোনয়ন দাখিলের শেষ সময়, ২১ মার্চ যাচাই-বাছাই, ২৮ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, প্রতীক বরাদ্দ ২৯ মার্চ এবং ভোট গ্রহণ ১৬ এপ্রিল।
প্রসঙ্গত; গত বছর ২৮ মে উপজেলার ৮টি ইউনিয়নের ৬টিতে নির্বাচন অনুষ্ঠিত হলেও মেয়াদ পূর্ণ না হওয়ায় গজারিয়া ও দাঁড়িয়াপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়নি।