নিজস্ব প্রতিবেদক: সখীপুরে যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ১১টার দিকে পৌর শহরের সৌখিন মোড় এলাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আডেভোকেট আহমেদ আযম খানের পক্ষের নেতাকর্মীদের সঙ্গে উপজেলা বিএনপির প্রতষ্ঠাতা সভাপতি শেখ হাবিবের পক্ষের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শেখ হাবিবের পক্ষের নেতা শরীফ হোসেনসহ দুইজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৌসুমী সরকার রাখী পৌরসভার সৌখিন মোড় এলাকার চার পাশে ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেন। পরে বিএনপির নেতাকর্মীরা ওই স্থান ত্যাগ করেন। দুপুর ১টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আডেভোকেট আহমেদ আযম খান উপজেলার প্রতিমা বংকী গ্যাস স্টেশন এলাকায় পৌঁছলে সেখানেই নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে আহমেদ আযম খান বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে যারা বাধা দিয়েছেন তারা প্রকৃতপক্ষে বিএনপি বা এর অঙ্গসংগঠনের কেউ নয়। তারা দল থেকে বিতারিত।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৌসুমী সরকার রাখী বলেন, বিএনপির দুটি পক্ষ একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার ভোর ৬টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
উল্লেখ্য; গত কয়েকমাস আগে উপজেলা বিএনপির তিন নেতার সদস্যপদ স্থগিত করার ঘটনায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খানকে সখীপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন বিএনপির অপর পক্ষ।
