নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে দুই হোটেল ও ছয় মোটরসাইকেল চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম এ আদালত পরিচালনা করেন। এসময় আদালত পৌর শহরের কাঠবাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার ও বাশঁবাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করে। অন্যদিকে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের কাগজ না থাকায় পৌর শহরের সৌখিন মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মোটরসাইকেল চালককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

আদালতের নিবার্হী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম বলেন, হোটেল এন্ড রেস্টুরেন্ট আইনে কাঠবাড়ি ও বাশঁবাড়ি রেস্টুরেন্ট ৩০ হাজার অপরদিকে সড়ক পরিবহন আইনে ছয় মোটরসাইকেল চালককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।