নিজস্ব প্রতিবেদক: সখীপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চার শতাধিক দুস্থ অসহায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অসহায় দুস্থ নৃতাত্তিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। উপজেলা প্রশাসন ও উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. বজলুর রশীদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা, ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম বিদ্যুত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক বাপপা, মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি রবীন্দ্র কুমার বর্মণ প্রমুখ উপস্থিত ছিলেন।
