সখীপুর প্রতিনিধি : নিখোঁজের দেড় মাস পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি ঝুনিতা আক্তার (১৬) নামের এক স্কুল ছাত্রীর। গত ১৩ মার্চ উপজেলার বড়চওনা গ্রাম থেকে সে নিখোঁজ হয়। সে ওই গ্রামের প্রতিবন্ধী জয়নাল আবেদীনের মেয়ে এবং স্থানীয় বড়চওনা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
জানা যায়, ১৩ মার্চ বিকেলে শারিরীক প্রতিবন্ধী বাবা ঝুনিতাকে একা বাড়িতে রেখে বড়চওনা বাজারে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে আত্মীয় স্বজনের বাড়ি খোঁজাখুজি করেন। পরের দিন নিখোঁজের বিষয়ে জয়নাল আবেদীন সখীপুর থানায় সাধারণ ডায়েরি করেন ।
ঝুনিতার বাবা জয়নাল আবেদীন বলেন, ‘স্ত্রী মারা যাওয়ার পর একমাত্র মেয়ে ঝুনিতাই আমার দেখাশুনা করতো।’ একমাত্র মেয়েকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ‘ঝুনিতাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।’