নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া সাধারণ হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে পৌরসভার ১ নং ওয়ার্ড কাহারতা এলাকার বিশিষ্ট ব্যক্তিদের অর্থায়নে এ অর্থ বিতরণ করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাহেরুল ইসলাম ইয়ারুম, মাওলানা আব্দুর রশিদ, আনোয়ার হোসেন, তাহমিনা পারভিন মিনা, এমএইচ ওয়ারেস, জহিরুল ইসলাম লাট, বাসেত মাস্টার, উজ্জল হোসেন, কামাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় ওই এলাকার দেড় শতাধিক দরিদ্রের মাঝে পাঁচশত টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।


