নিজস্ব প্রতিবেদক: সখীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আবদুল্লাহ আল রনী। আজ বৃহস্পতিবার সকাল থেকে তিনি নতুন কর্মস্থলে ইউএনও হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন। এর আগে বুধবার রাতে বিদায়ী ইউএনও মোহাম্মদ হোসেন পাটওয়ারী নবাগত ইউএনওর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নবাগত ইউএনও আবদুল্লাহ আল রনী ৩৫ তম বিসিএস ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা। এর আগে তিনি ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে হিসেবে কর্মরত ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
নতুন কর্মস্থলে নিয়মিত দায়িত্বের পাশাপাশি কোন কোন বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করবেন? এমন প্রশ্নের জবাবে আবদুল্লাহ আল রনী সখীপুর বার্তাকে বলেন, মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে জিরো টলারেন্স দিয়ে কাজ করব।
–এসবি/সানি