নিজস্ব প্রতিবেদকঃ নতুন এমপিওভুক্তির জন্য নির্বাচিত ২ হাজার ৫১টি স্কুল ও কলেজের তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় ৬৬৬টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১ হাজার ১২২টি মাধ্যমিক বিদ্যালয়, ১৩৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ১০৯টি উচ্চ মাধ্যমিক কলেজ, ১৮টি ডিগ্রি কলেজ রয়েছে। এর মধ্যে টাঙ্গাইলের সখীপুর উপজেলার ১১ টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। এর মধ্যে একটি মাদ্রাসা, ২ টি নিম্ন মাধ্যমিক, ৫ টি মাধ্যমিক এবং ৩ টি কারিগরি স্কুল এন্ড কলেজ রয়েছে। এগুলো হলোঃ বেড়বাড়ি দাখিল মাদ্রাসা, আদর্শ বালিকা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, ঘেচুয়া বড়চালা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, উদয়ন উচ্চ বিদ্যালয়, ঢনঢনিয়া ছোটচওনা পাবলিক স্কুল, বি.সি বাইদ আদর্শ হাই স্কুল, গজারিয়া শান্তিকুঞ্জ একাডেমি হাই স্কুল, সাড়াসিয়া বাসারচালা উচ্চ বিদ্যালয়, সানস্টার ইনিস্টিউট অব টেকনিক্যাল এন্ড বিএম কলেজ( কলেজ শাখা), ভূয়াইদ টেকনিক্যাল ইন্সটিটিউট এন্ড বিএম কলেজ, হতেয়া এইচ. এইচ. ইউ উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল শাখা)। নতুন এমপিও হওয়া প্রতিষ্ঠানের প্রধানরা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলামের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
