নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলার নতুন সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংসদ সদস্য অ্যাড. জোয়াহেরুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় ডাক বাংলো মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন সরকারি সাদত কলেজের প্রিন্সিপাল চর্যা গবেষক আলীম মাহমুদ। মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আ.লীগের সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান, প্রিন্সিপাল নাসির উদ্দিন প্রমুখ। রাতে বিশিষ্ট সংগীত শিল্পী ফকির শাহাবুদ্দিন গান পরিবেশন করেন। এসবি/ইসমাইল
