নিজস্ব প্রতিবেদকঃসখীপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম। রোববার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুরের সভাপতিত্বে অংশ নেন সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সহ-সভাপতি মতিউর রহমান, তাইবুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দার, এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সানি, জুয়েল রানা, মোজ্জাম্মেল হক সজল, মাসুদ রানা, জুলহাস গায়েন, ইসমাইল হোসেন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। সখীপুর উপজেলা মুক্তিযুদ্ধের একটি ঐতিহাসিক স্থান। এ উপজেলার একটি ঐতিহ্য রয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।