নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ারের সভাপতিত্বে থানার অফিসার ইনচার্জ আমির হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল গফুর, সহ-সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দার, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সানি ও সাংবাদিক মোজাম্মেল হক সজল বক্তব্য দেন। এসময় প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। নবাগত ইউএনও সখীপুরে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রেসক্লাবের পক্ষ থেকেও তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসবি/অনলাইন ডেস্ক