নিজস্ব প্রতিবেদক: সখীপুরে নবীনবরণ অনুষ্ঠানের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে সরকারি মুজিব কলেজের শিক্ষার্থীরা। রবিবার দুপুরে কলেজ থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে পৌরশহরের মুখতার ফোয়ারা চত্বরে অবস্থান নিয়ে ঢাকা-সখীপুর-গোড়াই সড়ক অবরোধ করে। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি চলে। এতে পৌরশহরে তীব্র যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, সরকারি মুজিব কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীরা প্রায় দুই মাস ধরে নবীনবরণ অনুষ্ঠানের দাবি করে আসছিল। কলেজ কর্তৃপক্ষ সাড়া না দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
পরে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
সরকারি মুজিব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক লাল ভৌমিক বলেন, চলমান এইচএসসি পরীক্ষার কারণে নবীনবরণে বিলম্ব হচ্ছে। আগামি ১৬ মে অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়েছে।