নিজস্ব প্রতিবেদকঃ’মা ও শিশুর জীবন বাঁচাতে স্বাস্থ্য কেন্দ্র হবে যেতে’ স্লোগান নিয়ে টাঙ্গাইলের সখীপুরে নিরাপদ মাতৃত্ব দিবস পালন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রুহুল আমিন মুকুল। এসময় আলোচনায় অংশ নেয় পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, কনসালট্যান্ট ডা. শাহীনূর আলম, কনসালট্যান্ট ডা. মুসফিকা, স্বাস্থ্য কমপ্লেক্সর সাবেক আবাসিক কর্মকর্তা ডা. নাজমুল হাসান খান মাসুদ, বীর মুক্তিযোদ্ধা এম ও গান, সাংবাদিক ও প্রভাষক মোজাম্মেল হক সজল প্রমুখ। এ ছাড়া আলোচনা সভায় ২০ জন অন্ত:সত্ত্বা মা উপস্থিত ছিলেন।