নিজস্ব প্রতিবেদক: সরকারি নির্দেশনা অমান্য করে সখীপুরে সন্ধ্যার পর অপ্রয়োজনীয় ঘোরাঘুরি করার অপরাধে আট ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় উপজেলার কচুয়া সড়কে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা এ আদালত পরিচালনা করেন। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা লিজা বলেন, কারোনাভাইরাস সংক্রমণরোধে বাইরে অপ্রয়োজনীয় ঘোরাঘুরিতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করায় আট জনকে আট হাজার পাঁচশত টাকা অর্থদণ্ড এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
