নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাস রোধে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সরকার। এই ভাইরাস থেকে রক্ষা পেতে জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি জনসচেতনতাই একমাত্র উপায়। যে কারণে গত কয়েকদিন ধরেই সরকারের নির্দেশ অনুযায়ী হাট-বাজার, স্কুল কলেজ, শপিংমল, গণপরিবহন ইত্যাদি বন্ধ ঘোষনা করা হয়েছে।
সখীপুর উপজেলার কালিদাস বাজারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাপ্তাহিক হাট বসানোর কারণে হাটের ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা এ আদালত পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, নির্দেশ অমান্য করে সাপ্তাহিক হাট চালু রাখায় কালিদাস বাজারের ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় হাটে আগত ব্যবসায়ী এবং জনসাধারণকে অতি দ্রুত স্থান ত্যাগের নির্দেশ দেয়া হয়। এছাড়া প্রতিটি ইউনিয়নে প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করা হচ্ছে বলেও তিনি জানান।