নিজস্ব প্রতিবেদক ঃ
সখীপুরে ৩১ মার্চ ৪র্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনকালে নিহত আনসার সদস্য মজিবুর রহমানের পরিবারকে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে ৫ লাখ টাকা আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে। সোমবার দুপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা,ময়মনসিংহ মো আলীমুজ্জামান এ অনুদান তুলে দেন। এ সময় তিনি উপজেলার কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামে নিহত মজিবুর রহমানের কবর জিয়ারত, রুহের মাগফিরাত কামনা ও স্ত্রী সন্তানসহ পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউল হক, আনসার ভিডিবি’র জেলা ও উপজেলা কর্মকর্তাসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: ৩১ মার্চ রোববার সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপালকালে সকাল ৭টার দিকে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ে সখীপুর আনসার ভিডিবি সদস্য মো. মজিবুর রহমান (৫০)। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা,ময়মনসিংহ মো আলীমুজ্জামান বলেন- নিহত আনসার সদস্য মজিবুর রহমানের পরিবারের হাতে ৫ লাখ টাকা অনুদান তুলে দেওয়া হয়েছে।