নিজস্ব প্রতিবেদকঃ চলমান এসএসসি পরীক্ষার দায়িত্ব পালন কালে পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন ব্যবহার করার অপরাধে ওই কেন্দ্রের হল সুপার মতিউর রহমান ভূইয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ২’শত টাকা জরিমানা করা হয়েছে। রবিবার ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে সখীপুর পাইলট মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ওই শিক্ষক মোবাইল ফোন ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাসসুম প্রভা এই দন্ডাদেশ দেন।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাসসুম প্রভা বলেন, কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করায় ওই শিক্ষককে দুইশত টাকা জরিমানা ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।