নিজস্ব প্রতিবেদক: সখীপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপ্রতি পল্লীবন্ধু হোসাইন মোহাম্দদ এরশাদের ৯১তম জন্মদিন পালন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ উপলক্ষে কেককাটা, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুস সামাদ শিকদার, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সহ-সভাপতি আজহারুল ইসলাম মাস্টার, পৌর কমিটির সভাপতি আয়নাল শিকদার, সম্পাদক ডা. শাহাদত হোসেন, পৌরনেতা আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


