নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হামিদপুর চৌরাস্তা বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ওই রাতেই থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। আসামিরা হচ্ছে, উপজেলার হামিদপুর গ্রামের মৃত কদ্দুসের ছেলে শরীফ হোসেন, আবদুল বারেকের ছেলে শাহাদত, আবদুল কাদেরের ছেলে আমিনুল ইসলাম, মো. একাব্বর হোসেনের ছেলে ফজলুল হক, বাঘেরবাড়ী গ্রামের মৃত হুনা মিয়ার ছেলে আবদুল মান্নান। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার ও তাসসহ দুই হাজার ২২৫ টাকা জব্দ করা হয়।