নিজস্ব প্রতিবেদক: সখীপুরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচজন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার সকালে বেগম রোকেয়া দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসন শোভাযাত্রা এবং জয়িতাদের সংবর্ধনার আয়োজন করে। সফল জননী হিসেবে প্রতিমা বংকী গ্রামের বেগম আলেয়া ফেরদৌসী, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী শিরিন সুলতানা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে নাজনীন আহমেদ স্বপ্না, নির্যাতন ভুলে নতুনভাবে জীবন শুরু করা জোসনা আক্তার ও সমাজ উন্নয়নে তাহমিনা পারভীন মিনাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও মো. আমিনুর রহমান, এসিল্যান্ড আয়শা জান্নাত তাহেরা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।