নিজস্ব প্রতিবেদক: সখীপুরে পানিতে ডুবে শিক্ষক দম্পতির শিশুপুত্র আবদুল্লাহর (৪) মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। আবদুল্লাহ হতেয়া হাজী হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সরকারী শিক্ষক দেলোয়ার হোসেন ও নলুয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষকা আছিয়া দম্পতির একমাত্র ছেলে। তাঁদের বাড়ি সখীপুর উপজেলার কালমেঘা গ্রামে। ওই মাদ্রাসার সিনিয়র সহকারী অধ্যাপক সাদিকুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুল্লাহর স্বজন ও ওই মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো আবদুল্লাহ তার মায়ের সঙ্গে বুধবার ষ মাদ্রাসায় যায়। মা আছিয়া আক্তার ছেলেকে রেখে ক্লাস নিতে যান। কিন্তু ক্লাস শেষে ছেলেকে না পেয়ে আছিয়া আক্তার ছেলেকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে তিনি মাদ্রাসার পেছনের পুকুরে আবদুল্লার পায়ের জুতা ভাসতে দেখে চিৎকার করতে থাকেন। পরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সবার মধ্যে শোকের ছায়া নেমে আসে। ছেলের মৃত্যুতে আবদুল্লাহর বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
–এসবি/সানি